• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দিনদুপুরে মায়ের পাশ থেকে নবজাতক চুরি

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: বাগেরহাটের পর এবার সাতক্ষীরায় দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় সোহান হোসেন নামে ১৫ দিনের এক নবজাতককে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে ঘরের বারান্দায় মশারির মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় চুরি হয়ে যায় সোহান। এসময় মা ফাতেমা খাতুনও তার পাশে ঘুমিয়ে ছিলেন।

সোহান হোসেন ওই গ্রামের দরিদ্র সোহাগ হোসেন ও ফতেমা দম্পতির ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ঘটনাটি জানার পরই তিনি (ওসি) প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত সাড়ে ১০টা নাগাদ চুরি যাওয়া শিশুটির কোন হদিস পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নবজাতকের মা ফাতেমা খাতুন দুপুরে অত্যধিক ক্লান্তিতে ঘরের বারান্দায় মশারির নীচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। আধা ঘণ্টা পরে ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে পাশে নেই।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ