করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক সহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী। শুধু বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৩৭ জন, অনান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি আজ সোমবার ঘুড়ি ঘুড়ি বৃষ্টির মধ্যে (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চারগাও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

কুমিল্লা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ময়মনসিংহ গামী শামীম পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন রিয়েল কোচ বাসের চালক কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গঙ্গানগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে আবুল কালাম ও শামীম পরিবহনের হেলপারের আত্নীয় ময়মনসিংহ সদর উপজেলার মাতাকান্দা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে তগির হোসেন। এ ঘটনায় ঢাকা সিলেট মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

এর আগে চলিতাতলা ও শেওরাতুলী এলকায়ও দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। তিনটি সংঘর্ষের ঘটনায় দুজন নিহতসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে, পরে লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ। প্রায় এক ঘন্টা পরে বৃষ্টির মধ্যেই সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম বিষয়গুলির সত্যতা নিশ্চিত করে বলেন, আজ মহাসড়কে তিনটি দুর্ঘটনা হয়েছে, ৪টি বাস দুমড়ে মুছড়ে গেছে, দুজনের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে, তাদের স্বজনরা রাস্তায় আছে আসতেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ