সোমবার, ১৯ মে ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালামকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
সোমবার বেলা আড়াইটার দিকে পুটিজুরী ইউনিয়ন অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উক্ত ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত জমিদার আলীর ছেলে। সে পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওযার্ডের সভাপতি।
তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ একেএম শাহবুদ্দিন শাহিন পিপিএম বিষযটির সত্যতা নিশ্চিত করেছেন।