রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর গণশুনানি চলছে।
রোববার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ-এর উদ্যোগে মৌলভীবাজার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে আছেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
গণশুনানিতে মৌলভীবাজার সদরের বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহণে হয়রানি বা দুর্নীতির অভিযোগকারী নাগরিকরা সরাসরি অংশ নিতে পারবেন।
দুদকের উপপরিচালক মো. এরশাদ মিয়া জানান, অভিযোগ গ্রহণের লক্ষ্যে গত ১৫ দিন ধরে মৌলভীবাজার কোর্ট এলাকা ও চৌমুহনীতে দুটি বুথ স্থাপন করা হয়।
সেখানে দুদকের কর্মকর্তারা অভিযোগ সংগ্রহে নিয়োজিত ছিলেন। পাশাপাশি সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারিংয়ের মাধ্যমে গণশুনানি সম্পর্কে জনসচেতনতা তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। যারা অভিযোগ করেছেন, তাদের আজ সকাল ৯টায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।