শনিবার, ১০ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: আল-বারাকাহ চ্যারিটি ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় চুনারুঘাট উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোতির্ময় এর নিকট ফ্যান গুলো হস্তান্তর করা হয়েছে। ফ্যানগুলোর দাতা আকলিমা খাতুন ৬ টি ও কুদ্দুস মাস্টার ১টি ফ্যান।
এসময় উপস্থিত ছিলেন আল-বারাকাহ চ্যারিটি ট্রাস্ট ও উলুকান্দি একতা যুবসংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, সেক্রেটারি মো: নজরুল ইসলাম তালুকদার রুপন, প্রকৌশলি জয়নাল আবেদীন তালুকদার, কুদ্দুস মাস্টার, ইকরা সভাপতি শাহিন মিয়া, একতা যুব সংঘের সেক্রেটারি এমরান, বিশিষ্ট মুরুব্বি জামাল উদ্দিন তালুকদার, বশির আহমেদ, বাবুল মিয়া, সেলিম মিয়া প্রমুখ।