করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আ’লীগ ও বিএনপিকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলায় বিতর্কে আবুল হোসেন জীবন

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবুল হোসেন জীবন সম্প্রতি দেওয়া এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি করেছেন। সিলেটে শ্রমিক অধিকার পরিষদের এক শ্রমিক সমাবেশে তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে “একই মুদ্রার এপিঠ-ওপিঠ” আখ্যা দিয়ে বক্তব্য রাখেন।
তার এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বক্তব্যকে ‘দলদ্রোহিতা’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এক সময় আবুল হোসেন জীবন বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি গণফোরাম, তারপর গণঅধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় হন। বিভিন্ন রাজনৈতিক অবস্থান পাল্টানোর কারণে অনেকে তাকে ‘পল্টিবাজ’ বলেও মন্তব্য করছেন।
এছাড়া তার বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, বিশেষ করে সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা বিতর্ক আরও ঘনীভূত করেছে। আওয়ামী যুবলীগের অনেক নেতাকর্মীদেরকে গণ অধিকার পরিষদে যোগদানের মাধ্যমে আওয়ামীলীগ কে পুণঃবাসনের অপচেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনসম্পৃক্ত নেতাদের বক্তব্যে দায়িত্বশীলতা থাকা জরুরি। আবুল হোসেন জীবনের বক্তব্য রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মত দেন তারা।
এ বিষয়ে আবুল হোসেন জীবন এখনো পর্যন্ত গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি। তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য প্রদান করেননি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ