করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে কাতার প্রবাসীর মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার  মতিগঞ্জ বাজার এলাকায় সিগারেট থেকে ঘরে আগুন লেগে দরছ মিয়া (৬৫) নামের কাতার প্রবাসীর ও বিশিষ্ট ব্যবস্য়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত দরছ আহমেদ এসময় ঘরের দু’তলার একটি রুমে অবস্থান করছিলেন। দরছ আহমেদ কাতার প্রবাসী এবং বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইজড অবস্থায় বাড়িতেই অবস্থান করছিলেন।
জনা যায়, বাড়ির লোকজন একটি বিয়েতে শ্রীমঙ্গল শহরে অবস্থান করছিলেন।
পুলিশ ধারণা করছে অসাবধানতা বশত সিগারেটের আগুন থেকে ঘরে আগুন লাগতে পারে। আগুনের সংবাদ পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে এবং দরছ মিয়াকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ