মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
গণমাধ্যম ও বিজিবি’র পারস্পরিক সহয়োগীতা বিষয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গণমাধ্যমকর্মীদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় জেলার শ্রীমঙ্গল উপজেলা ৪৬ বিজিবির দরবার হলে আয়োজিত এ মত বিনিময় সভায় বক্তব্যদেন বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া, ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসাইন প্রমুখ।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় বিজিবি অধিনায়ক বলেন, মৌলভীবাজারের দীর্ঘ সীমান্তে বিজিবির টহল আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। যে কোন অনুপ্রবেশ বা চোরাচালাসহ সীমান্ত অপরাধ দমনে কাজ করছে বিজিবি।