মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে।
রোববার (১১ মে) রাতে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের পৌর এলাকার শাপলাবাগ এলাকা থেকে ৯পিস ইয়াবাসহ ফারুক মিয়া (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ফারুক মিয়া শাপলাবাগের মোস্তাক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্ততারকৃতের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।