করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন তরুণ উদ্যোক্তা নাঈম মুহাম্মদ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
নিজস্ব প্রতিনিধি  ঃ হ্যাপি স্কিলস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO) নাঈম মুহাম্মদ সম্প্রতি “International Digital Business Award 2025”-এ ভূষিত হয়েছেন। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করে Prothoma Business Innovation Forum (PBIF)।
 
গত শনিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজারের সীগাল হোটেলে  উক্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট বিচারপতি, প্রশাসনিক কর্মকর্তা, সংস্কৃতি ব্যক্তিত্ব ও শীর্ষস্থানীয় উদ্যোক্তাগণ। নাঈম মুহাম্মদ প্রতিষ্ঠিত হ্যাপি স্কিলস বর্তমানে বাংলাদেশের অন্যতম এডটেক প্লাটফর্ম (অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান)। এ প্লাটফর্মের মাধ্যমে ইতোমধ্যে ১৬,০০০-এরও বেশি শিক্ষার্থী ৪০টিরও অধিক কোর্সে অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানে বর্তমানে ২৫ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা নিয়মিত পাঠদান করছেন।
 
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় নাঈম মুহাম্মদ বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়— এটা হ্যাপি স্কিলসের প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের। আমরা বিশ্বাস করি, দক্ষতাই ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের ভিত্তি গড়ে দিচ্ছি আমরা।” প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো—সকল ধরণের শিক্ষাকে আরও সহজলভ্য, আনন্দায়ক, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও মূল্যভিত্তিক করে তোলা। যেন দেশের প্রত্যন্ত অঞ্চল ও পিছিয়ে থাকা জনগোষ্ঠী সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনমান উন্নত করতে পারে। পাশাপাশি, ‘ইংলিশ ই-ক্যাম্পাস’-এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে মানসম্পন্ন শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সহজপ্রাপ্য ও মানসম্মত অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করাও আমাদের অন্যতম লক্ষ্য। আমরা বিশ্বাস করি— হ্যাপিনেস যখন শেখার সঙ্গী হয়, তখন শিক্ষা হয়ে ওঠে স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি।

উল্লেখ্য, নাঈম মুহাম্মদ আগামী ২৪শে মে, Global Excellence Leadership Award 2025-এ ভূষিত হতে যাচ্ছেন। এ উপলক্ষে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে ঢাকার হোটেল স্কাই সিটিতে। তরুণ উদ্যোক্তা নাঈম মুহাম্মদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত ঈমান আলীর ছেলে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ