বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট থেকেঃ মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে চুনারুঘাটের যুবক নিহত হয়েছে।নিহত যুবকের নাম মোহাম্মদ তাহির মিয়া(৩৬)।
সে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের বান্নীরঘাট এলাকার মৃত মনসুর আহমেদ এর পুত্র।
দীর্ঘ সাত বছর যাবত তাহির মিয়া রুটি রোজীর তাগিদে মালয়েশিয়ায় প্রবাস জীবন অতিবাহিত করছিলেন।গত এক বছর পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে একটি মেয়ের সাথে তার বিয়ে হয়। এবার কাগজপত্র ঠিক করে দেশে এসে ঘর বাঁধার স্বপ্ন ছিল তাহির মিয়ার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সে স্বপ্ন তার পূরণ হলো না, মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে জীবন যুদ্ধে হেরে গেলেন তিনি। তাহির মিয়ার বড় ভাই মোঃ চাঁন মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
(১৪ মে মঙ্গলবার) দুপুরে মালয়েশিয়ার কোয়ান্টান পাহান ডিস্ট্রিক এর একটি বিল্ডিং এর কাজ করতে গেলে ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়।পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। কাগজপত্র জটিলতার কারণে লাশ দেশে নিয়ে আসতে একটু সমস্যা হচ্ছে তবে দ্রুত লাশ দেশে নিয়ে আসতে তার কোম্পানি ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সহযোগিতা করছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মোল্লা জানান, মৃত্যুর খবর শুনে পাগল প্রায় তাহির মিয়ার বৃদ্ধ মা, পরিবার ও স্বজনরা।তাদের কান্না আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।অপেক্ষায় আছেন কখন আসবে তাহির এর লাশ।