• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে পিএফজির কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্ট এর সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সংগঠনের কো-অর্ডিনেটর ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর মোহাম্মদ নাজমুল হুদা, ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, স্থানীয় পিএফজি অ্যাম্বাসেডর জহির আহম্মদ শামীম, কাজী আসমা, হাজি এলেমান কবীর, সাবেক জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ইউপি সদস্য মকসুদুর রহমান, ফারিয়া সভাপতি দেবব্রত হাবুল, শিক্ষিকা নাজমুন নাহার লাভলি ও রিনা মজুমদার, আন্তঃধর্মীয় সংলাপ কমিটির সদস্য মাওলানা এম এ রহিম নোমানি, সাংবাদিক রুবেল আহমেদ ও নূর মোহাম্মদ সাগর।

এছাড়াও উপস্থিত ছিলেন দীপশিখা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আফরিন রোজ, সমাজকর্মী মো. ছায়ফুর রহমান, পল হ্যারিস রোটারি স্কুলের শিক্ষিকা নাফিসা তাবাসসুম এবং উদ্যোক্তা শিরিন আক্তার।
সভায় নারী ফোকাল প্রতিনিধি হিসেবে পিএফজি সদস্য ও উদ্যোক্তা শিরিন আক্তারকে নির্বাচিত করা হয়। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ