বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমান বিদেশি নকল টাকা সহ এক কারবারিকে আটক করেছে ডিবি।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা সাংবাদিকদের জানান, গতকাল বুধবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রাম থেকে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রূপিসহ যুগেন্দ্র মল্লিক (৪১) এক নকল টাকার ব্যবসায়ীকে আটক করেন।
আটক যুগেন্দ্র মল্লিক ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের দেবেন্দ্র মল্লিক এর ছেলে।
পুলিশ জানায় যুগেন্দ্র মল্লিককে আটকের পর তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশি টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।