শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেপরোয়া গতির একটি টমটমের ধাক্কায় শারাফাত ইমাম নাঈম (১৮) নামের এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা।
বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে বাসায় ফেরার পথে কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি টমটম তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে রাস্তায় পড়ে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। সঙ্গে থাকা সহপাঠীরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নাঈমের পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দেওয়া হয়েছে। ঘটনার পর টমটমটি চিহ্নিত না করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলে টমটমচালকদের বেপরোয়া আচরণে দুর্ঘটনা বেড়ে চলেছে। স্থানীয়রা টমটম চলাচলে শৃঙ্খলা ফেরানোর দাবি জানিয়েছেন।