বুধবার, ২১ মে ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: চারিথ আসালঙ্কা ও পাথুম নিশাঙ্কার ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে ১৮৯ রানের পাহাড় গড়ে শ্রীলংকা।
দলের হয়ে ৪১ বলে ৮টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৬৮ রান করেন আসালঙ্কা। ৫১ বলে ৫টি বাউন্ডারিতে দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করন ওপেনার পাথুম নিশাঙ্কা।
ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ বল কোমাবেলা করে দুই চার ও এক ছক্কায় ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক দাসুন শানাকা। এছাড়া ২১ বলে ২৯ রান করেন ওপেনার কুশাল পেরেরা।
বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকা ক্রিকেট দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় উইন্ডিজ।
বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে রানের পাহাড় ডিঙ্গাতে নেমে শুরুতেই বিপাকে উইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানে ফেরেন দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ২০ ওভারে ১৮৯/৩ রান (চারিথ আসালঙ্কা ৬৮, পাথুম নিশাঙ্কা ৫১, কুশাল পেরেরা ২৯, দাসুন শানাক ২৫*)।