• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৮ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে ধর্ষণের পর গৃহবধূ ফাতেহা হত্যা মামলায় স্বামীসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উদ্দিন চৌধুরী এ রায় ঘোষণা করেন। এসময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জে রাতের বেলা নদীতে নৌকায় নিয়ে ধর্ষণের পর গৃহবধূ ফাতেহা হত্যা মামলায় নবীগঞ্জ উপজেলার বাশডর গ্রামের বাসিন্দা ও নিহত নারীর স্বামী সাইফুল ইসলাম (৩২), নবীগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার মৃত আব্দুন নূরের ছেলে আব্দুল মন্নাফ (৫২), একই এলাকার বজলা মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) ও আনমনু গ্রামের আব্দুল খালিকের ছেলে রাজু আহমেদ (৪৫) কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।

হবিগঞ্জের জজ আদালতের পরিদর্শক আল-আমিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ