• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে চুনারুঘাটের ডাকাতসহ ৩ আটক

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগ্নেয়াস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি এএসপি আশরাফুজ্জামান ও ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ ফোর্সসহ বুধবার দিবাগত ভোররাতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করে।

সার্কেল এএসপি আশরাফুজ্জামান জানান, শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ উত্তরসুর সাকিনস্থ রেল ব্রীজ সংলগ্ন এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাতদের আটক করা হয়।

এরা হলো চাঁদপুর জেলার বাঘাদি থানার ইছলি গ্রামের সাদেক গাজীর ছেলে খোকন গাজী (৪৫), কমলগঞ্জ উপজেলার লংগুরপার গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে ছোবহান মিয়া (৪০) ও হবিগঞ্জের চুনারুঘাট থানার ডেওয়াতলী গ্রামের জহুর আলীর ছেলে মোঃ সুজন মিয়া (২৮)।

এদের কাছ থেকে একটি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এএসপি জানান, আমাদের কাছে সংবাদ ছিল তারা একটি বাসায় ডাকাতি করবে। সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ