করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে আগের আটবারের মুখোমুখিতে একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা। এমন সমীকরণ নিয়ে আজ রবিবার সন্ধ্যায় টিম ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নবম দেখায় জয়ের মুখ দেখবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে, তার আগে আপাতত ম্যাচ জয়ের রণকৌশল সাজানো নিয়ে ব্যস্ত টাইগাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত যে একাদশ সাজানো হচ্ছে তাতে উদ্বোধনী ব্যাটসম্যান নাইম শেখের থাকা অনেকটা নিশ্চিত। অবশ্য একাদশে থাকছেন আরও দুই ওপেনার লিটন দাস, সৌম্য সরকার। তবে, সম্ভবত লিটন দাসের সঙ্গে ওপেন করতে পারেন নাইম শেখ।

এক্ষেত্রে একটু নিচে নেমে সৌম্য তিনে ব্যাট করতে পারেন।

বাকি ৮ জনের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত এবং আমিনুল ইসলাম বিপ্লব যোগ করলে এই সংখ্যা দাঁড়ায় ৮ জনে।

বাকি তিনজন পেসার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাদশে দেখা যেতে পারে শফিউল ইসলাম ও আল আমিনকে।

দলে বিশেষজ্ঞ স্পিনার না থাকলেও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে মাহমুদুল্লাহ, মোসাদ্দেক আর আফিফ বল করতে পারেন।

এক্ষেত্রে ভারতীয় সমৃদ্ধ ব্যাটিং লাইনআপকেও মাথায় রাখা হয়েছে। সেই কারণে ব্যাটিংয়ের ওপর জোর দিয়ে দলে সম্ভবত কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখা হচ্ছে না।

সম্ভাব্য একাদশ:
১. লিটন দাস
২. নাইম শেখ
৩. সৌম্য সরকার
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদৃল্লাহ রিয়াদ (অধিনায়ক)
৬. মোসাদ্দেক হোসেন
৭. আফিফ হোসেন
৮.. আমিনুল ইসলাম বিপ্লব
৯. শফিউল ইসলাম
১০. মোস্তাফিজুর রহমান
১১. আল আমিন হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ