করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক রুবেল

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

করাঙ্গীনিউজ: সম্প্রতি বাংলাদেশ উশু কোচেস এসোসিয়েশনের ৩১ সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন  মো: আনোয়ার হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছে বাবুল আহমেদ রুবেল।

বাবুল আহমেদ রুবেল ২০০০ সাল থেকে মার্শাল আট সঙ্গে জড়িত। তিনি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের হাতে তৈরি একজন সফল মার্শাল আট প্রশিক্ষক এবং উশু মাষ্টার দিল মোহাম্দ রুস্তম, আনোয়ার হোসেন, সিদ্দিক হোসেন তাদের হাতে উশু প্রশিক্ষন নিয়েছেন।

পাশাপাশি ২০০৯ প্রথম উশুতে জাতীয় উশু চ্যাম্পিয়ন শিপের খেলার অংশগ্রহণ করে সম্মাননা অর্জন করেন। এরই ধারাবাহিকতায় বাবুল আহমেদ রুবেল জাতীয় আন্তর্জাতিক উশু খেলায় খেলোয়াড় ও কোচের দায়িত্ব পালন করেন এবং সাবেক বাংলাদেশ উশু খেলোয়ার কল্যাণ সমিতির যুব ক্রীড়া বিষয় সম্পাদক ছিলেন বর্তমানে কোচের দায়িত্বে আছেন। তিনি ৪টি জেলায় ৯ টি ক্লাব গঠন করেছন।

বাবুল আহমেদ রুবেল বলেন, দপ্তর সম্পাদক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংগঠনের লক্ষ্য স্পষ্ট- বাংলাদেশে উশু খেলাধুলার সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের কোচ ও খেলোয়াড় তৈরি, এবং তৃণমূল পর্যায়ের প্রতিভা বিকাশের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, সুশৃঙ্খল নেতৃত্ব, দক্ষ প্রশিক্ষণ এবং আধুনিক কৌশলের সমন্বয়ে বাংলাদেশের উশু অচিরেই আন্তর্জাতিক মঞ্চে গৌরবের সাথে স্থান করে নেবে।”

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ