বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:১১ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্বক অর্পন কেক কাটার ,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে তপন রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামীলীগ নেতা মোঃ ওয়াহেদুল্লাহ, খাজাউর রহমান মোল্লা,সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা অঞ্জন কুমার দেবসহ উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নআওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মাওলানা এখলাছুর রহমান।