• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ট্রাক চাপায় তাবলীগ জামায়াতের দুই সদস্য নিহত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তাবলীগ জামায়াতে দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো: মারুফ (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউপিস্থ চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে আসেন তারা।
সকালে টমটম গাড়ী যোগে চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে বাহুবল থানাধীন আদিত্যপুর মসজিদে যাওয়ার জন্য রওয়ানা দিয়া সকাল ৯ টায় বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউনিয়নের অন্তর্গত আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কের উপর পৌছিয়া টমটম চালক রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৯৪১৮) টমটম গাড়ীর পিছনে স্বজোরে ধাক্কা মারিলে টমটম গাড়ীটি দুমড়ে-মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা দুজন আহত হন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল আধাঘন্টা বন্ধ থাকে।
আহত টাঙ্গাইল জেলার জেলার আল-মামুন (৬৫), টমটম চালক উপজেলার মানিকা বাজার এলাকার মঞ্জুব উল্লার ছেলে বাচ্চু মিয়া (৩০)কে বাহুবল হাসপাতালে প্রেরন করে স্থানীয় লোকজন।
খবর পেয়র  বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যানচলাচল স্বাভাবিক করেন।  দূর্ঘটনায় কবলিত ট্রাক ও টমটম গাড়ী শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে যায়।
বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মুকছেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ