নিতেশ দেব, লাখাই থেকে: মুক্তিযোদ্ধের ইউনিট কমান্ডার মোঃ আলী টিপু (৭৪) আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর,
বুধবার ভোর ৫টার সময় ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
তিনি সাবেক এমএনএ ও এমপি মোস্তফা আলীর পুত্র।
মৃত্যুকালে তিনি ১ পুত্র ও এক কন্যা সহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধের ইউনিট কমান্ডার মোঃ আলী টিপুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সুত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মুড়িয়াউক মাদ্রাসা মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্টিত হবে এবং হবিগঞ্জ সায়েস্থানগর ঈদ গা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সায়েস্থানগর কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে।