• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ২ভাই নিহত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩

করাঙ্গীনিউজ:
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা গ্রামের আব্দুল মঈন ও তাজউদ্দিন।

শনিবার (২৫ মার্চ) ইফতারের পর শুঁটকি ও রত্মা ব্রিজের মাঝামাঝি ভাটিপড়া এলাকায় একটি সিএনজি অটোরিক্সা ও একটি মাটি উত্তোলনের এক্সভেটোর-এর মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

এ দুর্ঘটনার খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নবকুমার এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। এর পূর্বেই স্থানীয় লোকজন আব্দুল মঈন ও তাজউদ্দিনসহ দুর্ঘটনাকবলিতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মঈন ও তাজউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল মঈন ও তাজউদ্দিন তাদের খালার জানাজার নামাজ পড়ে সিএনজি অটোরিক্সাযোগে হবিগঞ্জ থেকে নিজবাড়ী বানিয়াচং ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ