বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:১৫ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যাবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (৭ই মার্চ) সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাব সদস্যরা। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্রাচার্য লিটন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সম্পাদক (অর্থ) এহসানুল হক, সহ-সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক মো: মামুন আহমেদ, কার্যকরী পরিষদের সদস্য শাকির আহমেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, প্রেসক্লাব সদস্য ঝলক দত্ত ও প্রতিদিনের সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আব্দুস শুকুর প্রমূখ।