সোমবার, ১২ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে পাকিস্তান ৮ উইকেটে ২৭৫ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৫ রানে গুটিয়ে যায়।
টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তানের শুরুটা ভালো হয়নি।
ফখর জামান ১৭ রানে ফেরেন সাজঘরে। সপ্তম ওভারেই ক্রিজে হাজির হতে হয় বাবরকে। শুধু বাবর নন দুর্দান্ত ফর্মে আছেন ইমাম উল হকও। বাঁহাতি ওপেনারও এই ম্যাচে পঞ্চাশ ছুঁয়ে টানা ষষ্ঠ ফিফটির স্বাদ পেয়েছেন।
তবে ৭২ রানে বাবরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তার ইনিংসটি রান আউটে কাটা পড়ে।
বাবর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। ওয়ানডেতে টানা চার সেঞ্চুরির রেকর্ড হাতছানি দিচ্ছিল তাকে। কিন্তু ৭৭ রানে আকিল হোসনকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।