• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ ( মৌলভীবাজার) : ‘মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার।

উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য মামুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ ও রুহুল ইসলাম হৃদয়।

অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যদের সাথে বিএনসিসি ক্যাডেটরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ