করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সবার আগে কাতার বিশ্বকাপে জার্মানি

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে বাছাই পর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিল জার্মানি। চারবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন সোমবার রাতে ২০২২ কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ের ‘জে’ গ্রুপের ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৪ গোলে হারায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরুর দিকে একের পর এক আক্রমণেও প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা পেরুতে পারছিল না জার্মানি। তবে বিরতির পর গোল উৎসব শুরু হয়ে।

ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় জার্মানরা। যার ১০টিই ছিল লক্ষ্যে। আর স্বাগতিকদের সাত শটের একটি লক্ষ্যে ছিল।

জোড়া গোল করেন টিমো ভেরনার, একটি করে কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা।

প্রথম দুই গোলে সহায়তা করে বড় অবদান রাখেন টমাস মুলার। এদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। এ ম্যাচে পয়েন্ট ভাগ করলেও কাতার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা। দশ ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ২৮ পয়েন্ট।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ