• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

অবশেষে ফিফার রেফারি হলেন সালমা

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

ক্রীড়া ডেস্ক: সালাম আক্তার মনি এখন ফিফার সহকারী রেফারি। তাকে ফিফার রেফারি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মনিকে দেওয়া অনুমোদনের কথা বাফুফেকে জানায় ফিফা।

বৃহস্পতিবার বিকালে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তার বয়স এক বছর একদিন কম হওয়ায় ২০২০ সালের ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পাননি তিনি। এরপর তিনি ২০২১ সালের জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। এবারও অপেক্ষায় ছিলেন ফিফার অনুমোদন পাওয়ার।

সালমা আক্তার মনির বয়স এবারও একদিন কম ছিল; কিন্তু বাফুফে একদিন বয়স বিবেচনা করার অনুরোধ করেছিল ফিফাকে।

যে কারণে বয়স একদিন কম হওয়ার পরও সালমা মনি ২০২১ সালের জন্য ফিফার সহকারী রেফারি হিসেবে স্বীকৃতি পেলেন।

অপরদিকে ২০২০ সালে ফিফা রেফারি হন আরেক নারী রেফারি জয়া চাকমা। কিন্তু করোনার কারণে তিনি কোনো আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পাননি । গত বছরের মতো এবারও দুইজন পরীক্ষায় উত্তীর্ণ হন। ফলে নতুন বছরে আন্তর্জাতিক খেলা পরিচালনা করতে পারবেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ