• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নভঙ্গ ইংলিশদের

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

ক্রীড়া ডেস্ক: উয়েফা নেশন্স লিগের ফাইনালসে কোয়ালিফাই করার স্বপ্ন শেষ হয়ে গেল ইংল্যান্ডের। বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ ইংলিশদের। এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বেলজিয়াম।

রবিবার রাতে লুভেনের কিং পাওয়ার স্টেডিয়ামে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে ২-০ গোলে জিতেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। এর আগে, গত মাসে ইংল্যান্ডের মাঠে ২-১ গোলে হেরেছিল বেলজিয়াম।

বেলজিয়ামের মাঠে মাত্র ২৩ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ড মরিয়া চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারেনি। প্রথমার্ধের ১০ মিনিটে ইউরি টিলেমানস বেলজিয়ামকে এগিয়ে দিয়েছিলেন।

বুধবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ফাইনালসে যেতে হলে বেলজিয়ামের বিপক্ষে ন্যূনতম ড্র প্রয়োজন ছিল দলটির। বুধবার বেলজিয়াম খেলবে ডেনমার্কের বিপক্ষে।

এই গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ডেনমার্ক। তিন নম্বরের ইংল্যান্ডের সংগ্রহ ৭। আইসল্যান্ডের অর্জন শূন্য।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ