• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড দলে আছেন যারা

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

ক্রীড়া ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানে হারিয়ে উইজডেন ট্রফি পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড।

স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের আগুনে বোলিংয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছেন স্বাগতিকরা।

এমন সিরিজ জয়ের উল্লাসে মেতে থাকার সময় নেই জো রুটদের। একদিন পরই বৃহস্পতিবার রঙিন পোশাকে আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে ইংল্যান্ডের ওয়ানডে দল।

এর পরও বিশ্রাম নেই। ওয়েস্ট ইন্ডিজবধের পর আগামী ৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বেন স্টোকসরা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সেখানে দেখা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা শেষ টেস্টের সবাই রয়েছে স্কোয়াডে। অর্থাৎ অপরিবর্তিত দল ঘোষণা করেছে ইসিবি।

পাকিস্তানের বিপক্ষেও মাঠে দেখা যাবে পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, ক্রিস ওকস, জোফরা আর্চার এবং স্যাম কুরানকে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড দল:

জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাওলি, স্যাম কুরান, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ: জেমস ব্রেসি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ