সোমবার, ১২ মে ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: সাউদাম্পটন টেস্ট জিতে ফুরফুরে মেজাজে থাকা ওয়েস্ট ইন্ডিজ ম্যানচেস্টারে এসে বিপাকে পড়েছে। ইংল্যান্ডের করা ৪৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে ১৬ রানেই হারায় ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়।
রোববার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে আগের করা ৩২ রানের সঙ্গে ২৫৫ রান যোগ করতেই অলআউট ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। এছাড়া ৬৮ রান করেন সামারাহ ব্রুকস, ৫১ রান করেন রোস্টন চেজ।
ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন স্টুয়ার্ড ব্রড ও ক্রিস ওকস। এছাড়া দুই উইকেট শিকার করেন স্যাম কারান।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ১৮২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারেই কেমার রোচের শিকারে পরিনত হন ইংলিশ ওপেনার জস বাটলার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ এক ওভারে ২ রানে নেই এক উইকেট।