সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু রিপোর্টে খুশি হওয়ার মতো কিছু আসেনি। প্রথমবারের মতো দ্বিতীয় রিপোর্টেও পজিটিভ এসেছে। তবে রিপোর্টে পজিটিভ এলেও শারীরিকভাবে বেশ ভালোই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
মাশরাফির পারিবারিক সূত্র নিশ্চিত করেছে এমন তথ্য।
সূত্র জানিয়েছে, তিনদিন আগে মাশরাফি দ্বিতীয়বার করোনা টেস্ট করানো হয়। সেই নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসেনি। ফলটা গোপন রাখতে চাইলেও গোপন থাকেনি। শনিবার দুপুরে ছড়িয়ে পড়ে যে মাশরাফির করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।
মাশরাফি অবশ্য চেয়েছিলেন শনিবার ১৪তম দিনে এসে দ্বিতীয় টেস্ট করাতে।
আগামী কয়েকদিনের মধ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্যের তৃতীয় টেস্ট করানো হবে বলে জানিয়েছে মাশরাফির ঘনিষ্ঠ সূত্র।
গত গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ধরা পড়ার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো করোনা থেকে মুক্ত হতে পারেননি।
গেল দুই সপ্তাহ বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী অধিনায়ক।