• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ 

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২০

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফজল উদ্দিন তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ পর্যন্ত সাড়ে ৩ হাজার কর্মহীন হয়ে পড়া ও অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টায় স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ২ নং ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল,  পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, পৌর যুবলীগের সভাপতি টি এম আফজল, উপজেলা যুবলীগ নেতা শোয়েব আহমেদসহ আরো অনেকেই।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ডাল, আলু, পেয়াজ ও লবন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরের নির্দেশে উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিরতণ করা হচ্ছে। তার পরিকল্পনা হলো পৌরসভার ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

উপজেলা যুবদলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার বলেন- প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি আবু জাহিরের পরামর্শে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ পর্যন্ত সাড়ে ৩ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যাক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করব। পরিকল্পনা অনুযায়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫ হাজার মানুষকে এসব খাদ্য সামগ্রী দেওয়া হবে। আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশেই আছি, ভবিষ্যতেও থাকতে চাই। এছাড়াও ৪০০ পরিবহণ শ্রমিকদের মাঝে ইতোমধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং মধ্যবিত্তরা আমাকে ফোন দিলে রাতের আধারে একা একা খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ