করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ প্রর্দশনী উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি:
প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে  মাধবপুরে  প্রাণী সম্পদ সেবাসপ্তাহ  প্রদর্শনী উদ্বোধন  হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ((ভারপ্রাপ্ত) রাহাত বিন কুতুব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমান ,প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান ও পিউর এন্ড অর্গানিক ড্রেইরি ফার্মের কর্ণধার মুক্তাকিন চৌধুরী ,,সাংবাদিক আয়ুব খান তোফাজ্জল হোসেন চৌধুরী  প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জানান,প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪-এর অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা। এ ছাড়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত সেমিনার থেকে জনগণ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে পারবে। ফলে জনগণ উপকৃত হবে।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত খামারিদের মাঝে চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার,সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম ,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ