শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শ্রীমঙ্গলে ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।
সোমবার (২২ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন এলাকার উত্তর উত্তসুর হাইল হাওর এলাকায় কম্বাইন্ড হারবেস্টার মেশিনে বোরো ধান কাটার মধ্য দিয়ে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী।
এ সময় কৃষি মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সরকারের সময়ে কৃষি উৎপাদন বাড়াতে পানির ব্যবস্থা করতে ৫০ কোটি টাকা খরচ করে ক্যানেল নির্মাণ করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তির কৃষি যস্ত্রাংশ কৃষদের হাতে তুলে দিচ্ছেন। এছাড়াও উন্নত বীজ, সার ও বিনামূল্যে দিচ্ছে সরকার।
কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পতিত জমি খালি রাখা যাবেনা। সব জমি চাষের আওতায় এনে নতুন নতুন উচ্চফলনশীল জাতের ধান উৎপাদন করতে হবে। দেশে উদপাদিত পণ্য বিদেশে যাতে রপ্তানী করা যায় সেই চেষ্টা করতে হবে।
মন্ত্রী আরও বলেন, এ বছর খাদ্য উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে দুই কোটি বাইশ লক্ষ মেট্রিক টন। ধানের দামে যেন মধ্যসত্ত্বভোগী কেউ সুবিধা নিতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। প্রকৃত কৃষকরাই যেন সঠিক দামে ধান বিক্রি করতে পারে সে দিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে রাখা হচ্ছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উম্মে বিনতে সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান, ধান গবেষণা ইনস্টিটিউট এর মহা-পরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো, তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি তথ্য সার্ভিস পরিচালক ড. সুরজিত সাহা রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট মো. মতিউজ্জামান, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দিন, মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, কৃষি অফিসার কৃষিবিদ মো. মহিউদ্দিন, এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী, শ্রমিকলীগ, কৃষকলীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।