• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ওয়াইফাই লাইন টানাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সোমবার (২২ এপ্রিল) সকালে এঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, উপজেলার পুরাসুন্দা গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইশাক আলী সেবনের সাথে একই গ্রামের জুনায়েদ আলী তালুকদারের সাথে ইন্টারনেট সংযোগ নেয়া নিয়ে বিরোধ রয়েছে এর জের ধরে জের ধরে সোমবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া জানান, ইন্টারনেট ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ