করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে আ’লীগ ও বিএনপি দুই প্রার্থীসহ ৪জনের মনোনয়ন বাতিল

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

এমএ আহমদ আজাদ, নবীগঞ্জ( হবিগঞ্জ):
নির্বাচনী হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান সহ ২জন চেয়ারম্যান প্রার্থী ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।আওয়ামীলীগ ও বিএনপি দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

 

উপজেলা চেয়ারম্যান পদে মুল আলোচনায় থাকা দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার সর্বত্র নানা আলোচনা চলছে। নির্বাচনের আমেজে অনেকটা ভাটা পড়তে পারে বলে অনেকেই মনে করছেন।

 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক হলরুমে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত মনোনয়ন যাচাই বাছাইয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম,নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপির সিনিয়র যুন্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু।

 

ভাইস চেয়ারম্যান পদে কৃষক লীগ নেতা হেলাল চৌধুরী, রুবেল আল মামুন তালুকদার এর মনোনয়ন বাতিল ঘোষনা করেন হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা রির্টানিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান। তফসীল অনুযায়ী মঙ্গলবার ছিল ষষ্ঠ উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের দিন।

 

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নবীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম ও নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপির সিনিয়র যুন্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু হলফনামায় মামলার তথ্য গোপন করায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

 

বাতিল মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আগামী ২৩-২৬ এপ্রিল আপিল করার সুযোগ রয়েছে এবং আপিল শুনানি ২৭ এপ্রিল বলে জানান হবিগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ও জেলা রির্টানিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান।

 

যাদের বৈধ হয়েছে তারা হলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও এড. সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ ইমদাদুর রহমান মুকুল, হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী ,লন্ডন প্রবাসী শেখ মোহাম্মদ কামাল আবু তালিব, নবীগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, শাহ মোস্তাকিম আহমেদ।

 

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ গতি গোবিন্দ দাশ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ অনর উদ্দিন চৌধুরী জাহিদ, ছাত্রলীগ নেতা আলমগীর চৌধুরী সালমান, মুফতী মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি আওয়ামীলীগের লড়াই হবে। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাচাই, ৩০ এপ্রিল প্রত্যাহার ২ মে প্রতীক বরাদ্দ এবং ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । নবীগঞ্জে মোট ভোটার ২ ল ৮২ হাজার ৭ শত ১৪।

 

নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপির সিনিয়র যুন্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু সাথে যোগাযোগ করা হলে তিনি মনোনয়ন বাতিলের সত্যতা স্বীকার করেন। তিনি আবারও আপিল করবেন বলে জানান।

 

নবীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ না কল কেটে দেন।

 

হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি সাংবাদিকদের তথ্য দিতে বাধ্য নয় আপনারা জেলা রিটানিং কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। আমি এতো বেশি ফোনেকথা বলি না।

 

হবিগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ও জেলা রির্টানিং কর্মকর্তা প্রভাংশু সোম মহান রাত ৭টার সময় বলেন, চেয়ারম্যান পদে নবীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মুজিবুর রহমান শেফু। ভাইস চেয়ারম্যান পদে হেলাল চৌধুরী, রুবেল আল মামুন তালুকদার এর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে। তারা সবাই তাদের হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করা হয়েছে এই জন্য তাদের মনোনয়ন বাতিল করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ