• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাংলাদেশ বানানই ভুল করল বিসিবি!

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

ক্রীড়া ডেস্ক: চট্টগ্রাম টেস্টের টিকিটে ম্যাচ শুরুর সময় সকাল ১০টার জায়গায় ছাপার ভুলে লেখা হয়েছিল রাত ১০টা। এবার অফিসিয়াল খেলোয়াড় তালিকাতেও পাওয়া গেল ভুল। খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানানই ভুল করেছে বিসিবি।

শুক্রবার চট্টগ্রামে প্রথম টেস্টে টসের পর সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমের কাছে অফিসিয়াল খেলোয়াড় তালিকা পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাতে ইভেন্টের ঘরে লেখা পাকিস্তান বানান ঠিক থাকলেও ভুল হয় বাংলাদেশ বানান। বাংলাদেশের ইংরেজি বানানে ‘n’ এর বদলে লেখা হয় ‘m’। এতে বাংলাদেশের বদলে শব্দটি হয়ে যায় ‘বামগ্লাদেশ’!

আগের দিন টিকিটে ম্যাচ শুরুর সময়ে ১০ এএম-এর জায়গায় ভুল করে ছাপা হয় ১০ পিএম! তা বিসিবির নজরে আনা হলে তারা জানায়, টিকিট ছাপা করতে গিয়ে ভুলবশত এএম-এর জায়গায় পিএম চলে এসেছে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের সমালোচনার মুখে পড়ে বিসিবি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ