মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: ওমানের বিপক্ষে দাপুটে জয়ে প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করল স্কটল্যান্ড। ‘বি’ গ্রুপের এ ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় স্কটিশরা।
স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় দ্বিতীয় হয়ে শেষ করল বাংলাদেশ। আর ওমানের সঙ্গে বিদায় নিয়েছে পাপুয়া নিউগিনিও।
বৃহস্পতিবার আল আমেরাত স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা ওমান নির্ধারিত ২০ ওভার শেষে ১২২ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৩ ওভার বাকি থাকতে জয় তুলে নেয় স্কটল্যান্ড।