মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর নতুন দিন তারিখ আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।
প্রথমে জনপ্রিয় ক্রিকেটভিত্তক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে এ খবর। এর প্রায় আধঘণ্টা পর আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আইপিএল স্থগিত হওয়ার খবর জানিয়েছেন আয়োজকরা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবার স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।