বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর থেকে তানভীর অাহমদ (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৭কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ ।
আটককৃত মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের সিদ্দিক আলীর পুত্র ।
শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয় ।
জানা যায়, উল্লেখিত সময় গোপলার বাজার তদন্ত কেন্দ্রর এসআই কাওছার মাহমুদ তোরণ ও এমসআই সোহাগ এর যৌথ নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের উপজেলার রুস্তমপুর টোল প্লাজায় বিভিন্ন গাড়িতে তল্লাশী করে।
এসময় একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ ১১-১৭১৮) থেকে বিপুল পরিমানের গাজাঁসহ তানবিরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানবির জানায় চুনারুঘাট সাতছড়ি থেকে ২৭কেজি গাঁজা সিলেট নিয়ে যাচ্ছিল ।
নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেন।