• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

১৬০০ ক্রিকেটারকে ঈদ বোনাস দিচ্ছে বিসিবি

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। আয়-রোজগারের পথ অবরুদ্ধ হয়ে পড়েছে দেশের সব শ্রেণি-পেশার মানুষের। ব্যতিক্রম নয় ক্রিকেটাররাও। এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামনেই ঈদুল ফিতর। পরিবার নিয়ে হাসি-খুশিতে উৎসবটা উদযাপন করতে চায় সবাই। সেই কথা মাথায় রেখে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও স্মরণ করেছে বিসিবি। নারী ক্রিকেটার ছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের ৭৬ ক্লাবে খেলা ১৬০০ ক্রিকেটারকে বোনাস দিচ্ছে তারা।

ঈদ উপহারের আদলে ক্রিকেটাররা সবাই পাচ্ছেন উৎসবভাতা। সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে তাদের। এর আগে এসব ক্লাবের অফিস স্টাফদের খাদ্য সহায়তা দেয় বোর্ড।

বিসিবিপ্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা আগেও চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার ক্লাব পর্যায়ের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছি আমরা। ঈদের আগেই সবার কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করছি।

এ তালিকায় রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ১২, প্রথম ও দ্বিতীয় বিভাগের ২০টি করে ৪০, তৃতীয় বিভাগের ২৪ ক্লাব। শিগগির রোজার ঈদের ভাতা পেয়ে যাবেন এ মোট ৭৬ ক্লাবে খেলা খেলোয়াড়রা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ