বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
এবিএম শামছু, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আগাম প্রার্থীতা ঘোষনা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রকিব।
সোমবার রাতে মিরপুরস্থ একটি অভিজাত হোটেলে এক মতবিনিময় সভায় এ প্রার্থীতা ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শামীম আহমদ, বাহুবল উপজেলা প্রবাসী কল্যান সংস্থার সাবেক সাধারন সম্পাদক মিয়া মো: সিজিল, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবিএম শামছু, প্রতিভা গ্রুপের চেয়ারম্যান তোফায়েল আহমদ আখনঞ্জী, শান্তিবাগ ট্রেডার্সের সত্তাধিকারী শাহনেওয়াজ, বাহুবল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, মাষ্টার শাহ উজ্বল, কিশলয় জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল আহমেদ,বিশিষ্ঠ ব্যবসায়ী জুবায়ের আহমদ প্রমূখ।
আব্দুর রকিব বাহুবল সদর ইউনিয়নের বড়িউরি গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী বাহুবল কলেজের প্রতিষ্টাতা হাজী জমির উদ্দিনের ছেলে।
মিলেনিয়াম ব্যাচের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।