বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দুই কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের ২০ নং লাইনের যাত্রী ছাওনির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল জেলার বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানের মৃত অমঙ্গর কর্মকারের ছেলে এবং বিষ্ণু বাকতি (৩৫) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ২০নং লাইনের মৃত ভরত বাকতি ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকিবুল হাসান ও এএসআই হামিদুর রহমান অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।