বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের গ্যাস সিকিউরিটি অফিস থেকে সুন্দরী যুবতীসহ সিকিউরিটি লাইন সুপার ভাইজার মখলিছ মিয়া( ৩৫)কে জনতা আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে।
আগে থেকে উৎ পেতে থাকা এলাকাবাসী রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মিরপুর – মহাশয়েরর বাজার রাস্তায় অবস্থিত গ্যাস কোম্পানির সিকিউরিটি অফিস থেকে এলাকাবাসি আটক করে বাহুবল থানায় খবর দেয়।
পরে থানা পুলিশ এসে জনৈক সুন্দরী যুবতী( ৩০) ও গ্যাস কোম্পানির সুপার ভাইজার মখলিছ মিয়া (৩৫) কে থানায় নিয়ে যায়।
এর আগে ও বেশ কয়েকবার এখানে এ যুবতী আসলে এলাকাবাসীর মনে সন্দেহ হলে মখলিছ মিয়া ওই যুবতীকে কোম্পানির স্যার বলে পরিচয় দেয়।
আটককৃত মখলিছ মিয়া উপজেলার বড়গাও গ্রামের মৃত আজগর আলীর পুত্র। তার ঘরে রয়েছে রয়েছে স্ত্রী ছেলে মেয়ে।