শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ১৪ দলের শরিক হিসেবে আসনটি জাতীয় পাটির লাঙ্গলকে ছাড় দেওয়া হয়েছে। এ কারণে আওয়ামী লীগের প্রার্থী সরে গেলেন।
রোববার ( ১৭ ডিসেম্বর) বিকেলে ডা. মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর আগে তিনি এই আসনে নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন।
ওই আসনে এখন জাতীয় পার্টির সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু মহাজোটের প্রার্থী হিসাবে লড়াই করবেন। তবে সেখানে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দ জানান, ডা. মুশফিক হোসেনসহ পাঁচজনের মনোনয়ন প্রত্যাহার করেছেন।