মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগন্জের মাধবপুরে জোর পুর্বক রাস্তা কাটার ঘটনায় প্রতিবাদ করায় মা ও মেয়ে কে পিটিয়ে আহত করা হয়েছে।
গুরুতর আহত অবস্তায় ওই ২ নারী কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ ( মঙ্গলবার) দুপুরে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,গত ১০ ডিসেম্বর মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের রজব আলীর বাড়ি হয়ে ভিতরে যাবার রাস্তাটি একই গ্রামের আরমান মিয়া ও তার লোকজন জোর পুর্বক কেটে ফেলে।
এ সময় রজব আলী সহ তাদের বাড়ির লোকজন বাধা দিলে আরমান মিয়া বাধা না মেনে রাস্তা কেটে ফেলে।
এই ঘটনায় রজব আলী বাদি হয়ে ওইদিন দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন। এই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে আরমান মিয়ার লোকজন রজব আলীর লোকজনদের উপর হামলা করে, এতে রজব আলীর স্ত্রী নুর বানু ও মেয়ে শারমীন আক্তার আহত হয়।
গুরুতর আহত অবস্তায় মা ও মেয়ে কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরমিন মিয়া জানান, তার জায়গা দিয়ে এতদিন রজব আলী ও তাদের বাড়ির লোকজন চলাচল করত।
শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুী্রী জানান, যে রাস্তাটি কেটে ফেলা হয়েছে ওই রাস্তাটি দিয়ে ৮/১০ টি পরিবার চলাফেরা করে। রাস্তাটি কেটে ফেলার ঘটনাটি তিনি শুনেছেন।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) রাহাতবীন কুতুব জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।