বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার আক্তার হোসেনকে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশের পর এসপিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা নিয়োগের প্রস্তাব সোমবার (১১ ডিসেম্বর) অনুমোদন দেওয়া হয়।
জেলা পুলিশের একটি সূত্র মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে। তবে নতুন এসপি কবে হবিগঞ্জে যোগ দেবেন তা জানা যায়নি।
এদিকে, হবিগঞ্জের সাবেক এসপি এসএম মুরাদ আলীকে ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয় বলে জানা গেছে।