• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আজমিরীগঞ্জে অপহরণের ৩ দিন পর কিশোরী উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আজমিরীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মেয়েটির দাদা বাদী হয়ে একই গ্রামের তজম্মুল আলীর ছেলে রাজীব আহমেদকে (২০) আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, ৫ সেপ্টেম্বর মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় তজম্মুল। পরে তাকে নিয়ে সিলেটের বিভিন্ন স্থানে রাখে।

একপর্যায়ে শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে হবিগঞ্জ শহরের রাস্তা থেকে বুশরাকে উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে। তবে আটক নারীর নাম প্রকাশ করা হয়নি। এছাড়া অপহরণকারী রাজিবকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ