বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে গেছে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিটের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি দোকানের লেপ তোষকসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, শাহজিবাজার ওয়াবদা গেইট এলাকায় একটি লেপের দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা একটি চায়ের দোকান পুড়ে যায়।